শনি. সেপ্টে ২১, ২০২৪

বাবা হলেন চাষী আলম

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন চাষী আলম। এরপর একের পর এক নাটকে কাজ করে যাচ্ছেন সবার প্রিয় ‘হাবু’ ভাই। নতুন খবর হলো, এই অভিনেতা ফুটফুটে এক পুত্রসন্তানের বাবা হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চাষী আলম বলেন, আলহামদুলিল্লাহ। মা এবং ছেলে দুইজনই খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে করেন চাষী আলম। দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই অভিনেতা লাইমলাইটে আসেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে। এরপর থেকে তিনি বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *