শনি. সেপ্টে ২১, ২০২৪

হাসপাতালে ভর্তি ভিক্টর ব্যানার্জি

হাসপাতালে ভর্তি টলিউড অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শোনা যাচ্ছে, মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি, যে কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখন অবশ্য বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

‘‌ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো একাধিক সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ভিক্টর ব্যানার্জি। যদিও দীর্ঘদিন ধরে তেমনভাবে তাঁকে ক্যামেরার সামনে দেখা যায় না। নিজের মতো থাকতেই ভালোবাসেন। সবশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ চলচ্চিত্রে তাঁকে দেখে মুগ্ধ হন দর্শকরা।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। 

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টরকে। প্রথমে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।

এর আগে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু। সেই সময় ১০৩ জ্বর ছিল তাঁর। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর কথা জানা জায়।

এদিকে, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস (ডব্লিউবিএফজে) কর্তৃপক্ষ অভিনেতাকে আজীবন সম্মাননা দেওয়ার কথা ঘোষণা করেছিল। চলছিল পদক প্রদান অনুষ্ঠানেরও প্রস্তুতি। তবে অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় এই সম্মান প্রর্দশন অনুষ্ঠান পেছানো হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *