টাইমস নারায়ণগঞ্জ:১৬ই ডিসেম্বর আমাদের চির গৌরব, মহিমান্বিত এবং লাখো বাঙালির প্রাণের বিনিময়ে অর্জিত বিজয় দিবস।
এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৯ মাস ব্যাপী যুদ্ধের ৩০ লাখ বীর শহিদদের, যাদের অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম এবং বিশ্ব মানচিত্রে মর্যাদাপূর্ণ একটি নাম বাংলাদেশ।
যথাযথ সম্মানের সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি অগণিত বীরাঙ্গনাদের।
বিজয়ের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলা। নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।