টাইমস নারায়ণগঞ্জ:জাঁকজমক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। আগামী ২৭ শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মিলনমেলা। ইতিপূর্বেই শেষ হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই মিলনমেলা। ইতিমধ্যে তোরজোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অপেক্ষার পালায় গুনছেন উল্টো গণনা, ১০০ বছরের প্রাক্তনরা। এই মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. তানজীম উদ্দিন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম জাবেদ হোসেন।
এছাড়াও, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, সাবেক প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, এবং স্কুলের সাবেক শিক্ষিকা যুক্তরাষ্ট্র প্রবাসী এড. সেলিনা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাননাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশরাত জাহান সুমী।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আরাফাত আলম জিতু জানিয়েছেন, অনুষ্ঠানটির জন্য দীর্ঘদিন ধরে সাবেক ছাত্রদের রেজিস্ট্রেশন করা হয়েছে, এবং স্কুলের সাবেক প্রায় ১৪৫০ জন এতে অংশগ্রহণ করবেন।
এছাড়া, ২৮ ডিসেম্বর বর্তমান প্রায় সাড়ে নয়শ’ শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের শতবর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওইদিন জাতীয় সাতারু এস এম ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী।