ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি রপ্তানীমূখী পোষাক কারখানার ঝুট দখল নিতে দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় উভয় গ্রুপের অন্তত ৬/৭ জন আহত হয়।
(২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১১:০০ মিনিটে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় শিক গার্মেন্টসের সামনে এঘটনা ঘটে।
আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিভিন্ন হাসপাতালে নেয়ায় তাৎক্ষনিক তাদের নাম জানাযায়নি। আহতদের মধ্যে মজিবর গ্রুপের আনোয়ার হোসেন আনুর হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় এসেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১১টায় শিবুমার্কেট দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন শিক গার্মেন্টসের জুট দখলে নিতে একই এলাকার যুবলীগ নেতা মিঠু ও রাকিব গ্রুপ ও পূর্ব সস্তাপুর এলাকার স্থানীয় বিএনপি নেতা মজিবর গ্রুপ দেশিয় অস্ত্র হাতে এভাবে প্রায় দেড় ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে ছুরিকাঘাতে ও ইট পাটকেলের ঢিলে উভয় গ্রুপের ৬/৭ জন আহত হয়।
এসময় গার্মেন্টস মালিক শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতংক দেখা দেয়। দ্রুত আশপাশের মার্কেট ও বাজারের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দূরে সরে যায়। এরপর পুলিশ ও ডিবির একাধীক টিম এসে ধাওয়া করলে উভয় পক্ষের সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, মিঠু ও রাকিব এক সময় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের অনুসারী ক্যাডার ছিলো। ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর সাবেক সাংসদ গিয়াসের পুত্র রিফাতের হাত ধরে কৃষক দলে নাম লিখিয়ে এলাকায় ফিরে এসে চাঁদাবাজী, ঝুট সন্ত্রাস সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পরে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, উভয় গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।