ইউটিউব কাঁপাচ্ছে ‘জামাই বউ’র মাথাগরম’

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ঘন্টায় ২০ লাখ ভিউ হয়েছে বাংলাভিশন ড্রামার ‘জামাই বউ’র মাথাগরম’ নাটক। ঘন্টায় গড়ে এক থেকে দেড় লাখ মানুষ নাটকটি দেখছেন। প্রচুর প্রশংসা ও রিভিউ পাওয়া যাচ্ছে দেশ বিদেশ-থেকে। এটির একটি ক্লিপ ১৭ ঘন্টায় প্রায় দুই কোটি লোক দেখেছেন, যা সচারাচর দেখা যায় না। বাংলাভিশন বরাবরই নাটকের চ্যানেল হিসেবে রুচিসম্মত এবং মানসম্মত নাটক দর্শকদের উপহার দেয়। প্রতিবছর বাংলাভিশনের একাধিক নাটক ট্রেন্ডিংয়ে থাকে। বর্তমানের নাটকটি ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। 

নাটকটি পরিচালনা করেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা তাইফুর জামান আশিক। তিনি বলেন, এর আগেও মোশাররফ ভাই মিলে বাংলাভিশনের আমার নাটকগুলো দর্শকরা বরাবরই ভালোভাবে গ্রহণ করে। অনেক দর্শক দেখে, আনন্দ লাগে। দর্শকদের জন্যই আমরা কাজ করি।

এ বিষয়ে নাটকটির অভিনেতা মোশাররফ করিম বলেন, বাংলাভিশনের সাথে আমার দীর্ঘদিনের জার্নি। আমার ক্যারিয়ারের অনেকগুলি জনপ্রিয় নাটক বাংলাভিশনে প্রচারিত হয়েছে। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাই বউ’র মাথাগরম একটি বিনোদনমূলক নাটক। আপনারা বিনোদিত হবেন। আপনারা বিনোদন পেলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে। 

বাংলাভিশনে অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ বলেন, বরাবরই ঈদসহ যে কোনো উৎসব আয়োজনে দর্শকদের বিনোদন চাহিদার কেন্দ্রবিন্দুতে বাংলাভিশন অবস্থান করে। নাটকের ক্ষেত্রে দর্শকদের সবচেয়ে চাহিদা সম্পন্ন চ্যানেলের একটি। বরাবরই দর্শকের চাপটি বাংলাভিশন অনুভব করে এবং পজিটিভলি দেখে। সেভাবেই চ্যানেলটি ডিজাইন করে। জামাই বউ’র নাটকটি দর্শকরা পছন্দ করবেন ভেবেই পরিকল্পনা মাফিক ডিরেক্টরের সাথে আলাপ আলোচনা করেই নাটকটি ডিজাইন করা হয়েছে। নাটকটি একটু আগেই হয়তো ইউটিউবের দর্শকরা পেয়ে যেতেন। নানান বাস্তবতায় ঈদ-উল-আজহার বেশ পরে নাটকটি রিলিজ দেয়া হলো। দিন শেষে নাটকটি অনেকজন দেখেছেন, প্রশংসিত হয়েছি। এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দর্শকদের কাছে কমিটেড, ভবিষ্যতেও এ রকম বিনোদনমূলক ও এক্সপেরিমেন্টাল কাজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন।

নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, জাবেদ গাজী প্রমুখ। রচনায় আল-আমিন স্বপন ও পরিচালনায় ছিলেন তাইফুর জামান আশিক। সুত্র:বাংলাভিশন।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

ইউটিউব কাঁপাচ্ছে ‘জামাই বউ’র মাথাগরম’

প্রকাশঃ 03:29:03 pm, Thursday, 3 October 2024

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ঘন্টায় ২০ লাখ ভিউ হয়েছে বাংলাভিশন ড্রামার ‘জামাই বউ’র মাথাগরম’ নাটক। ঘন্টায় গড়ে এক থেকে দেড় লাখ মানুষ নাটকটি দেখছেন। প্রচুর প্রশংসা ও রিভিউ পাওয়া যাচ্ছে দেশ বিদেশ-থেকে। এটির একটি ক্লিপ ১৭ ঘন্টায় প্রায় দুই কোটি লোক দেখেছেন, যা সচারাচর দেখা যায় না। বাংলাভিশন বরাবরই নাটকের চ্যানেল হিসেবে রুচিসম্মত এবং মানসম্মত নাটক দর্শকদের উপহার দেয়। প্রতিবছর বাংলাভিশনের একাধিক নাটক ট্রেন্ডিংয়ে থাকে। বর্তমানের নাটকটি ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। 

নাটকটি পরিচালনা করেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা তাইফুর জামান আশিক। তিনি বলেন, এর আগেও মোশাররফ ভাই মিলে বাংলাভিশনের আমার নাটকগুলো দর্শকরা বরাবরই ভালোভাবে গ্রহণ করে। অনেক দর্শক দেখে, আনন্দ লাগে। দর্শকদের জন্যই আমরা কাজ করি।

এ বিষয়ে নাটকটির অভিনেতা মোশাররফ করিম বলেন, বাংলাভিশনের সাথে আমার দীর্ঘদিনের জার্নি। আমার ক্যারিয়ারের অনেকগুলি জনপ্রিয় নাটক বাংলাভিশনে প্রচারিত হয়েছে। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাই বউ’র মাথাগরম একটি বিনোদনমূলক নাটক। আপনারা বিনোদিত হবেন। আপনারা বিনোদন পেলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে। 

বাংলাভিশনে অনুষ্ঠান প্রধান তারেক আকন্দ বলেন, বরাবরই ঈদসহ যে কোনো উৎসব আয়োজনে দর্শকদের বিনোদন চাহিদার কেন্দ্রবিন্দুতে বাংলাভিশন অবস্থান করে। নাটকের ক্ষেত্রে দর্শকদের সবচেয়ে চাহিদা সম্পন্ন চ্যানেলের একটি। বরাবরই দর্শকের চাপটি বাংলাভিশন অনুভব করে এবং পজিটিভলি দেখে। সেভাবেই চ্যানেলটি ডিজাইন করে। জামাই বউ’র নাটকটি দর্শকরা পছন্দ করবেন ভেবেই পরিকল্পনা মাফিক ডিরেক্টরের সাথে আলাপ আলোচনা করেই নাটকটি ডিজাইন করা হয়েছে। নাটকটি একটু আগেই হয়তো ইউটিউবের দর্শকরা পেয়ে যেতেন। নানান বাস্তবতায় ঈদ-উল-আজহার বেশ পরে নাটকটি রিলিজ দেয়া হলো। দিন শেষে নাটকটি অনেকজন দেখেছেন, প্রশংসিত হয়েছি। এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দর্শকদের কাছে কমিটেড, ভবিষ্যতেও এ রকম বিনোদনমূলক ও এক্সপেরিমেন্টাল কাজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন।

নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, জাবেদ গাজী প্রমুখ। রচনায় আল-আমিন স্বপন ও পরিচালনায় ছিলেন তাইফুর জামান আশিক। সুত্র:বাংলাভিশন।