নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোখলেসুর রহমান।
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার স্থায়ী এ বাসিন্দা ৪৮ বছর বয়সী এ শিক্ষক ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়াবাসায় পরিবার নিফায়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
তিনি ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের আত্মীয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক মোখলেসুর বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় নিহত ব্যক্তিসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।’
নিহত ব্যক্তি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং তাঁর পরিবারের লোকজনকে এ বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহতের সহকর্মী ইমরান হোসেন জানান, দেলোয়ার হোসেন স্কুল ছুটির পর সাধারণত মুন্সিগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে পরে ট্রেনে তার শ্যামপুরের বাড়িতে ফিরতেন।
রাত সাড়ে নয়টার দিকে কথা হলে দেলোয়ারের স্ত্রী শিরিন আক্তার বলেন, “আমার স্বামীর মৃত্যুর খবর শুনেছি, কিন্তু কীভাবে ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানি না।”