শনি. সেপ্টে ২১, ২০২৪

বারিধারা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।

ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’

দীপু মনি ২০০৮ সাল থেকে তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন। চলতি বছর নির্বাচনের পর দীপু সমাজকল্যানমন্ত্রী হন।

উল্লেখ্য, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার আটক হয়েছেন সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *