বুধ. নভে ১৩, ২০২৪

১০ মাসে সড়কে ঝরেছে ৫ হাজার ১৮৬ প্রাণ ২৯ হাজার ৯৭২ দুর্ঘটনায় আহত ২৯ হাজার ৪৮১জন

২০২৪ সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর আইন না মেনে বাহন চলাচলের কারণে ছোট-বড় ২৯ হাজার ৯৭২ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৯ হাজার ৪৮১ জন এবং নিহত হয়েছেন ১০ মাসে সড়কে ঝরেছে ৫ হাজার ১৮৬ জন। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা স্বাক্ষরিত প্রতিবেদনে জানা যায়, বাইক লেন না থাকা, সেভ দ্য রোড-এর নিয়মিত প্রতিবেদন-সচেতনতা ক্যাম্পোইনসহ বিভিন্ন কর্মসূচির পরও রাইড শেয়ারিং এবং ৩৫০ সিসিসহ দ্রুতগতি সম্পন্ন মোটর সাইকেলের কারণে দুর্ঘটনা বেড়ে ৯১৩২ টি ছোট-বড় দুর্ঘটনায় আহত হয়েছেন ৮১১৫ এবং নিহত হয়েছেন ১০৫২ জন।  ৫৮১৮ টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮০৭ এবং নিহত হয়েছেন ১০৯৮ জন।

 নির্ধারিত গতিসীমা না মেনে, বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘন্টা বাহন চালনাসহ বিভিন্ন নিয়ম না মানায় ৭৮৫৮টি বাস দুর্ঘটনায় আহত ৭৬১৭ এবং নিহত হয়েছেন ১৬৩০ জন; সেই সাথে দায়িত্বে অবহেলা, স্থানিয় পুলিশ-প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নাসিমন-করিমন এবং অন্যান্য ৩ চাকার বিভিন্ন ধরণের বাহনে ৭১৬৪ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৯৪২ এবং নিহত হয়েছেন ১৪০৬  জন। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়সহ সংশ্লিষ্ট গবেষণা সেল সদস্যদের তত্ত্বাবধানে দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক দিনকাল, দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক জনকন্ঠ, দৈনিক কালবেলাসহ ১৭ টি জাতীয় দৈনিক, আরটিভি, জিটিভি, যমুনা নিউজ, মাছরাঙ্গা, এটিএন বাংলাসহ ২০ টিভি-চ্যানেল, জাগো নিউজ, বাংলা নিউজ, বিডিনিউজসহ ২২ টি নিউজ পোর্টাল এবং স্থানিয় প্রত্যক্ষদর্শী-সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিগণের দেয়া তথ্যানুসারে এই প্রতিবেদন দুর্ঘটনামুক্ত পথ-এর জন্য তৈরি করা হয়েছে। আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে আরো জানানো হয়- জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সড়কে চরম নৈরাজ্য-আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে। যা ক্রমশ সড়কে দূর্ঘটনা যেমন বৃদ্ধি করছে, তেমন আহত এবং নিহতের সংখ্যাও বাড়াচ্ছে। এমতবস্থায় সেভ দ্য রোড-এর পক্ষ থেকে সরকারি সহায়তার মাধ্যমে সমাজসচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবি কর্মকাণ্ডের গতি বৃদ্ধির লক্ষ্যে অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি প্রত্যাশা করেন। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে বিআরটিএর সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হুমকির কারণে সেভ দ্য রোড প্রতিবেদন দিতে না পারায় এক সাথে ১০ মাসের এই তথ্য প্রদান করা হলো।


জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত সড়ক পথ দূর্ঘটনার তথ্য
মাসের নাম মোটরবাইক দূর্ঘটনা/আহত/নিহত ট্রাক দূর্ঘটনা/আহত/নিহত বাস-
দূর্ঘটনা/আহত/নিহত অন্যান্য
দূর্ঘটনা/আহত/নিহত
জানুয়ারি ৯০৪/৬৮২/১৬১ ৪৮৮/৩৫২/১৪৮ ৬৩০/৪৫৫/২১৮ ৫৫০/৬৪১/২২০
ফেব্রুয়ারি ৯৮৪/৯০৬/৮৮ ৬৪৫/৭১৮/৮৭ ৮৮৯/৯৩৭/১৩৭ ৮৮৮/৯৩৩/৯০
মার্চ ৯৫৩/৮৮৬/৮৪ ৬২৫/৬৮৩/৮৩ ৮৬৪/৯২২/১১৭ ৮৭৮/৯১৩/৮৮
এপ্রিল ৮৭০/৬৭১/১৬০ ৪৬৬/৩৪০/১৪৬ ৬১৫/৪৪৫/২১১ ৫৩৯/৬২১/২০৮
মে ৮৪৮/৯০৭/৪৫ ৬১৭/৭২৩/৮১ ৯০০/৯৬৯/১৩৩ ৭১৫/৮৩৮/১১২
জুন ৮৬৪/৬৬৭/১৪৬ ৪৮৩/৩৭২/১৩৮ ৬২০/৪৯৫/২১৩ ৫৪০/৬৩১/২১০
জুলাই ১০৬২/৯৮২/৯৪ ৭১৪/৭৮১/৯৩ ৯৫৮/১০০৩/১৫১ ৯৬৩/১০০৯/১০০
আগস্ট ৯৪৮/৮৬৫/৮০ ৬৫৫/৭০৩/৮৬ ৮৬৪/৯২২/১১৮ ৮৭৬/৯১২/৮৯
সেপ্টেম্বর ৮৩০/৬৬৬/১৫০ ৪৮৭/৩৮১/১৫৭ ৬২৬/৫০৫/২০১ ৫০৫/৬১১/১৭৮
অক্টোবর ৮৬৯/৮৮৩/৪৪ ৬৩৮/৭৫৪/৭৯ ৮৯৫/৯৬৪/১৩১ ৭১০/৮৩৩/১১১
মোট ৯১৩২/৮১১৫/১০৫২ ৫৮১৮/৫৮০৭/১০৯৮ ৭৮৫৮/৭৬১৭/১৬৩০ ৭১৬৪/৭৯৪২/১৪০৬

সড়কপথ, নৌপথ ও রেলপথের দুর্ঘটনামুক্ত পথ চলাচলের অধিকার রক্ষায় মালিক-শ্রমিক-প্রশাসনিক এবং সাধারণ জনগনের সমন্বয়ের কোন বিকল্প নেই বলে সেভ দ্য রোড মনে করে। পাশাপাশি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে গত ১৭ বছর যাবৎ ৪ পথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোড-এর ৭ দফা দাবি নিয়ে কাজ করছে। ৭ দফা- ১. মিরেরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে। ২. ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। ৩. সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেস বিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহন চালানো বন্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ৪. স্থল-নৌ-রেল ও আকাশ পথ দূর্ঘটনায় নিহতদের কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ সরকারীভাবে দিতে হবে। ৫. ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে। ৬. পথ দূর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিত করণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের পূর্ব পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সকল পথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে। ৭. ইউলুপ বৃদ্ধি, পথ-সেতু সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে আর কোন প্রাণ দিতে না হয়।  

উল্লেখ্য, ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৭ সালে পথচলা শুরু করে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবেষণা ও স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *