নতুনধারার নূর হোসেন দিবস পালন

নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে স্বৈরাচার বিরোধী নূর হোসেন দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১০ নভেম্বর সকাল ৯ টায় নূর হোসেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণের পর বেলা ১১ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘স্বৈরাচারের হাত থেকে মুক্তি এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাপ অনুষ্ঠিত হয়। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, লায়ন রাশেদা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, শাহনাজ সাথী, মনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, আজ যেখানে সেখানে নির্মমতায় মেতে উঠছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজ-জানোয়ার চক্র। এই চক্রকে প্রতিহত করতে নূর হোসেন, মুগ্ধ বা বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিরা রক্ত-প্রাণ দিয়েছে। তারা আর কোনো অন্যায়-অপরাধ-দুর্নীতি সহ্য করবে না। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণতন্ত্রকে প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর লক্ষ্যে ৪ দফা দাবি উপস্থাপন করে বলেন, ৬৪ জেলায় ভোক্তা অধিকার রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিশন গঠন করে ৬৪ টিম-এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, চাঁদাবাজী বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, দেশের ৬৪ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সরকারিভাবে ক্রয় করে আড়তদারদের মাধ্যমে খুচরা বাজারেও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সকল বাজারে সুপারশপে দ্রব্যমূল্য তালিকা স্থাপন ও তদারকি করতে হবে।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, অতিতে যেভাবে বাংলাদেশের গুণি মানুষদেরকে খুন-নির্যাতনের শিকার হতে হয়েছে, ঠিক একইভাবে বর্তমানে আসিফ নজরুলের মত মানুষকে অপমান করার ঘটনাকে নিন্দা জানাচ্ছি। একটি গণতান্ত্রিক দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধ-দুর্নীতিকে না বলতে হবে। তা না হলে আবারো ফ্যাসিবাদ- স্বৈরাচারীচক্র দানব হয়ে আমজনতাকে কষ্টে ফেলতে চেষ্টা করবে।

ট্যাগ:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নতুনধারার নূর হোসেন দিবস পালন

প্রকাশঃ 01:09:16 pm, Sunday, 10 November 2024

নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে স্বৈরাচার বিরোধী নূর হোসেন দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১০ নভেম্বর সকাল ৯ টায় নূর হোসেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণের পর বেলা ১১ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘স্বৈরাচারের হাত থেকে মুক্তি এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাপ অনুষ্ঠিত হয়। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, লায়ন রাশেদা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, শাহনাজ সাথী, মনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, আজ যেখানে সেখানে নির্মমতায় মেতে উঠছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজ-জানোয়ার চক্র। এই চক্রকে প্রতিহত করতে নূর হোসেন, মুগ্ধ বা বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিরা রক্ত-প্রাণ দিয়েছে। তারা আর কোনো অন্যায়-অপরাধ-দুর্নীতি সহ্য করবে না। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণতন্ত্রকে প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর লক্ষ্যে ৪ দফা দাবি উপস্থাপন করে বলেন, ৬৪ জেলায় ভোক্তা অধিকার রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিশন গঠন করে ৬৪ টিম-এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, চাঁদাবাজী বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, দেশের ৬৪ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সরকারিভাবে ক্রয় করে আড়তদারদের মাধ্যমে খুচরা বাজারেও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সকল বাজারে সুপারশপে দ্রব্যমূল্য তালিকা স্থাপন ও তদারকি করতে হবে।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, অতিতে যেভাবে বাংলাদেশের গুণি মানুষদেরকে খুন-নির্যাতনের শিকার হতে হয়েছে, ঠিক একইভাবে বর্তমানে আসিফ নজরুলের মত মানুষকে অপমান করার ঘটনাকে নিন্দা জানাচ্ছি। একটি গণতান্ত্রিক দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধ-দুর্নীতিকে না বলতে হবে। তা না হলে আবারো ফ্যাসিবাদ- স্বৈরাচারীচক্র দানব হয়ে আমজনতাকে কষ্টে ফেলতে চেষ্টা করবে।