প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগভাগি শেষে আজও ঢাকায় ফিরছেন অনেক মানুষ।
রোববার (২৩ জুন) ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল নগরে ফেরা মানুষের চাপ। ছুটি শেষ তাই কাজে যোগ দিতে হবে। তাই পরিবারের মায়া ছেড়ে যান্ত্রিক শহরে ফেরা।
এবার লঞ্চে করে বহু মানুষ ঢাকা ছেড়েছেন ও ঢাকায় ফিরছেন। তবে ভাড়া বেশি রাখার অভিযোগ করেন কেউ কেউ।