শনি. সেপ্টে ২১, ২০২৪

দেশে গরু-ছাগলের অভাব নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

কোরবানির ঈদে উপলক্ষে দেশে গরু-ছাগলের অভাব নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

এবার ঈদে বাইরে থেকে গরু-ছাগল বা মহিষ আমদানি করা লাগবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

শনিবার (০৮ জুন) বিকেলে ফরিদপুরে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘কোরবানির ঈদ উপলক্ষে দেশে কোনো গবাদি পশুর ঘাটতি নেই। আমরা স্বয়ংসম্পূর্ণ। বাইরে থেকে আমদানির কোনো প্রয়োজন নেই। দেশের খামারিদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘দেশে পশুর কোনো ঘাটতি না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা এবার কোরবানির ঈদ ভালোভাবে করতে পারবেন।’

ঘূর্ণিঝড় ও বন্যায় কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত বছর প্রায় ৫ লাখ গবাদি পশু অবিক্রীত ছিল, এবছর আরও সাড়ে চার লাখ পশু যোগ হয়েছে। আমাদের দেশে চাহিদা হলো ১ কোটি ২৯ লাখ পশু, সেখানে আমদের আছে ১ কোটি ৩০ লাখেরও বেশি গবাদি পশু।’

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *