মাটি খুঁড়লেই মিলবে স্বর্ণ। আর তাই সব বয়সের মানুষ একসাথে হয়ে অনবরত মাটি খুঁড়ে যাচ্ছেন। দিনে তো বটেই এমনকি রাতেওটর্চের আলোতে চলছে মাটি খননের কাজ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন সহস্রাধিক মানুষ।
কেউ কোদাল কেউ বাসিলা কেউ খুন্তি দিয়ে স্বর্ণ পাবার আশায় বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ মাটি কাটছেন।এছাড়ও মাটি খুঁড়লেই ভাগ্য বদল হতে পারে সে আশা নিয়েও অনেকে মাটি খুঁড়ছেন।
কেই একজন মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছিলো স্থানীয়দের মাধ্যমে এমন খবর চারদিকে ছড়ানোর পরই গত বেশ কিছু দিন ধরে স্বর্ণের খোঁজে খনন প্রতিযোগিতা চলছে।কিন্তু কে সোনা পেয়েছে এ কথা কেউ স্বীকার করছেন না।
রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উমের আলী বলেন, এখন পর্যন্ত স্বর্ণ কেউ পেয়েছে এরকম আমি দেখিনি। তবে শুনেছি মানুষ নাকি স্বর্ণ পেয়েছে। এজন্য প্রশাসনকে বলা হয়েছিল। প্রশাসন আসছিল কিন্তু হাজার হাজার লোক জায়গাটা ঘিরে রাখায় তারা কিছুই চেক করতে পারেনি।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিষয়টি তারা জেনেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।