টাইমস নারায়ণগঞ্জ: আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নবম পোর্ট্রেট ফটোগ্রাফি কার্নিভাল (২০২৪ইং) ইনস্টিটিউট অব আর্ট এন্ড কালচার অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় বান্দরবান প্রেস ক্লাব এর সভাকক্ষে নবম পোর্ট্রেট ফটোগ্রাফি কার্নিভাল (২০২৪ইং) ইনস্টিটিউট অব আর্ট এন্ড কালচার এর সদস্য করে নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে হাজী হাবিবুর রহমান শ্যামলকে নিয়োগ করে পরিচয় পত্র প্রদান করেন বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সাবেক সভাপতি বুলবুল আহমেদ।
পোর্ট্রেট এর কর্ণধার রুপম চক্রবর্তীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, রয়টার্স’র বাংলাদেশ প্রতিনিধি রফিকুর রহমান, নারায়ণগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা কাশেম জামাল, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু প্রমূখ।