গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। মঙ্গলবার (২১ মে) আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে তার।
জানা গেছে, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচ জয় পায় শাহরুখের দল।
এদিন দুই ছেলে মেয়েকে নিয়ে মাঠে হাজির ছিলেন তিনি। বিভিন্ন মুহূর্তে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে, ম্যাচ শেষ মাঠ ঘুরতে দেখা যায়। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিং খান।
জানা যায়, হাঁসফাঁস গরমে হিট স্ট্রোক হয়েছে তার। বর্তমানে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানেই চিকিৎসা চলছে তার।