রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে উত্তর কোরিয়ার কমপক্ষে তিন হাজার সেনা। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানিয়েছে আমেরিকা। দেশটির আশঙ্কা, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে উত্তর কোরিয়ার সেনারা।
এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য ১০ হাজার সেনা সদস্য পাঠাতে চায় পিয়ংইয়ং। তবে এ নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া এবং উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তাদের রাজনৈতিক ও সামরিক সংশ্লিষ্টতা বাড়িয়েছে। অভিযোগ উঠেছে, ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করছে।
এমন পরিস্থিতিতে রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সেনা পাঠালে ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণ নিতে গিয়েছে। সেনারা উত্তর কোরিয়া থেকে ভ্লাদিভোস্টক পর্যন্ত জাহাজে করে ভ্রমণ করেছে। আমরা এখনও জানি না যে, এই সেনারা রাশিয়ার সামরিক বাহিনীর সাথে যুদ্ধে নামবে কিনা। তবে যদি তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদেরকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ‘পিয়ংইয়ংকে জিজ্ঞাসা করুন তার সৈন্য কোথায় আছে।’