নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপর হামলার মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন।
এর আগে ১২ মে দুদকের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আড়াইহাজারের ১ নভেম্বর ২০২৩ সালের একটি মামলায় উনি আসামি। উনি আজ আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।