চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এ সমাবেশের আয়োজন করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর।
এসময় তিনি বলেন, চট্টগ্রামে ইসকনের উগ্রবাদীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। এ ধরনের জঙ্গীবাদী দল হিন্দু ধর্মের তকমা লাগিয়ে, হাতে মালা নিয়ে মিশনে নেমেছে। শেখ হাসিনার কথায় আইনজীবীকে হত্যা করে তাদের কর্মকান্ড শুরু করেছে। এখনই যদি তাদের হাত ভেঙ্গে দেওয়া না যায়, তাদেরকে বন্দি না করা যায় তাহলে আমরা আইনজীবীরা নিরাপদ নই।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ কোর্ট এলাকার ভিতরে ইসকনের কোন কর্মী আসতে পারবেনা। যদি আসে তাহলে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। এই ইসকন একটি জঙ্গীবাদী দল, তারা শেখ হাসিনার কথায় হত্যাকান্ডে মেতে উঠেছে। পুলিশ সুপারকে বলবো, যারা নারায়ণগঞ্জে ইসকন করে তাদেরকে ডেকে এনে তাদের পরিচয় বের করুন। আইনজীবীদের কোন দল নাই, মত নাই। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা বলে দিতে চাই, এই দেশে আমরা হিন্দু-খ্রিষ্টান-বৌধ-মুসলিম বাস করি। আমরা সবাই ভাই, এদেশের নাগরিক।
বিক্ষোভ সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শিরোনামঃ
ইসকন শেখ হাসিনার কথায় হত্যাকান্ডে মেতে উঠেছে – এড. সরকার হুমায়ুন
- টাইমস নারায়ণগঞ্জ ডেস্ক
- প্রকাশঃ 03:54:34 pm, Wednesday, 27 November 2024
- 12
ট্যাগ:
জনপ্রিয় পোস্ট