রবি. সেপ্টে ২২, ২০২৪

মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা বই হার্ভার্ডের লাইব্রেরী

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিতে গত ৯০ বছর ধরে সংরক্ষিত ছিল মানুষের চামড়ায় বাঁধানো একটি বই। গত বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বইটি থেকে মানুষের চামড়া অপসারণ করেছে তারা। খবর- বিবিসি’র।

১৮৮০ সালে লিখা ‘ডেস্টিনিজ অব দ্য সোল’ শিরোনামের বইটি নিয়ে গবেষণা হয়। ২০১৪ সালে জানা যায়, এক নারীর চামড়া দিয়ে বাঁধাই করা এই বই।

হার্ভার্ড জানিয়েছে, চামড়াটি অপসারণ করা হয়েছে এবং ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার শেষকৃত্যের ব্যবস্থা করা হবে।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ফরাসি লেখক আর্সিন হোসায়ের লেখা বইটির প্রথম মালিক ছিলেন ড. লুডোভিচ বোল্যান্ড। তিনি এক হাসপাতালে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের এক মানসিক রোগী হৃদরোগে মারা গেলে তার চামড়া দিয়ে বইটি বাঁধাই করেন ড. বোল্যান্ড।

২০২২ সালে হার্ভার্ডের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির সংরক্ষণে রয়েছে আরও ২০,০০০ এর বেশি মানব দেহাবশেষ, যার মধ্যে আছে কঙ্কাল, দাঁত, চুল, এবং হাড়ের অংশ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *