যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো মহানগর বিএনপি।
মঙ্গলবার ( ২৬ মার্চ ) সকালে চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে ও মোনাজাত করে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠন গুলো নিয়ে শহরে র্যালি বের করা হয়। পরে চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।