নৌ-পরিবহন ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তারা ভালো থাকতে পারবে না, বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না।
মঙ্গলবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে বিআইডব্লিউটিএ মাল্টিপারপাস জেটি পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, এখানে ব্যাবসা বানিজ্যের মধ্যে মূল ছিল পাটের ব্যবসা৷ এটাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হত। এখন তো এখানে অনেক ধরনের ব্যবসা হচ্ছে। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রোজেক্টে নতুন একটা টার্মিনাল হচ্ছে। এখানে বাধা দেয়া হলে কোন কাজ হবে না। ওয়ার্ল্ড ব্যাংক নিজেরা কাজ করার আগে সমীক্ষা করে দেখে।
এখান থেকে কেউ উৎখাত হবে না। গরীবদের সম্পর্কে আমরা সচেতন। তাই তাদের এত হৈ চৈ করার দরকার ছিল না। এগুলো বলে লাভ নেই। উন্নয়ন হবে পাশাপাশি পরিবেশের দিকেও লক্ষ্য রাখা হবে। আমরা বুড়িগঙ্গা নদী পরিচ্ছন্নতার জন্যেও আলোচনা করেছি।
তিনি আরো বলেন, আমি যদি পারি নিজে পরিবেশ বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসবো৷ শীতলক্ষ্যা নদীর পানি দূষণ হচ্ছে এটা আমাদেরও চিন্তার বিষয়। এখানে পানি ময়লা, মাছ হচ্ছে না। এগুলো তো চলতে পারে না।
ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভাল থাকতে পারবেন না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারত সরকার সমতার ভিত্তিতে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন,শীতলক্ষ্যা নদী সহ দেশের সকল নদী দূষণ রোধে পরিবেশ মন্ত্রনালয়কে ও নৌ মন্ত্রনালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিন,শোকন সহ উর্ধ্বতন কর্মকর্তারা।