টাইমস নারায়ণগঞ্জ
দেশের সবচেয়ে বড় পাইকারীবাজার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রোববার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
এসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে বাজারে ছোট বড় মিলিয়ে ১৮০টি দোকান ছিলো যা পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। পরে বিস্তারিত জানাতে পারব।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মার্কেটটিতে বিভিন্ন ধরনের কেমিকেল ও জ্বালানি অকটেনের দোকান ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
আগুনে প্রায় দেড়শরও বেশি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এখানে ফায়ার সেফটি ছিলনা।