রবি. সেপ্টে ২২, ২০২৪

বন্দরে এক ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা

টাইমস নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফ্রিজিং ঔষধ গুলো নন ফ্রিজিং অবস্থায় পাওয়ায় একটি ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৩ মার্চ) দুপুরে এ অভিযানের তথ্য জানানো হয়। এর আগে বন্দরের মদনপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসকে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।
অভিযান পরিচালনা শেষে সেলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযান পরিচালনাকালে মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফ্রিজিং ঔষধ গুলো নন ফ্রিজিং অবস্থায় রাখার অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক ১লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *