জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না। এছাড়া ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছে।
ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে এই সমস্যার কথা জানিয়েছেন। আবার অনেকেই জানিয়েছেন- ফেসবুকে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে না।
তবে, ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি।