হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মাঠের পারফরম্যান্স নয় বরং মেহেদি হাসান মিরাজের সঙ্গে ফাঁস হওয়া ফোনকল নিয়ে। যেই ফোনকল প্রসঙ্গে এবার লাইভে আসছেন এই বাঁহাতি ব্যাটার।
বুধবার (২০ মার্চ) সকালে তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তামিমের লাইভে আসার বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয় ঠিক সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন তামিম। এরপরই আলোচিত ফোনকল নিয়ে নিজের অবস্থান তুলে ধরবেন।
এর আগে, মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় তামিম ও মিরাজের একটি ফোন কলের অডিও পাওয়া যায়। সেখানে অভিজ্ঞ আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমের একটি সিদ্ধান্ত নিয়ে যে তামিম নাখোশ, তা ফুটে ওঠে।
উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নানা কারণে আলোচনায় তামিম। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন শিরোপাও। মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া এক ফোন কলের পর থেকেই আবারও আলোচনায় তামিম। ধারণা করা হচ্ছে, কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ হতে পারে ভাইরাল হওয়া সেই ফোন কল।