শুক্র. নভে ১৫, ২০২৪

কিছুক্ষণ পর ‘ধ্রুপদী’ ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, বিনামূল্যে দেখবেন যেভাবে

ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। দু’দলের মুখোমুখি খেলা হোক বা না হোক কথার লড়াইয়ে মেতে থাকবে সমর্থকরা। লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দ্বিতার প্রভাব কেবল উপমহাদেশেই নয়, পুরো পৃথিবীতে পড়ে। দু’দলের খেলার সময় দুই ভাগে বিভক্ত হয় সারা বিশ্ব। দেশ দু’টির সমর্থনে বিভক্ত হয় পরিবারের সদস্যরা, বিভক্ত হয় প্রিয়জনরাও। 

কোপা আমেরিকা, আন্তর্জাতিক প্রীতিম্যাচ বা বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখা গেলেও বিশ্বকাপ মঞ্চে এখন আর দু’দলের সাক্ষাৎ হয় না। সবশেষ কাতার বিশ্বকাপে দুই দলের সমর্থকদের চাওয়া ছিল ফাইনালে মুখোমুখি হোক চিরপ্রতিদ্বন্দ্বিরা। কিন্তু আর্জেন্টিনা শিরোপা জিতলেও ব্রাজিলকে থামতে হয়েছে কোয়ার্টার ফাইনালে।

ছোটোদের ইভেন্টেও একদল ফাইনালে উঠে তো অপর দল ছিটকে যাচ্ছে লিগ পর্ব বা নকআউট পর্ব থেকে। অবশেষে এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। তাও ফিফা আয়োজিত ২৪ দলের অংশগ্রহণে ফুটসাল বিশ্বকাপ প্রতিযোগিতায়।

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ব্রাজিল ফাইনাল নিশ্চিতের পর আর্জেন্টিনাও টিকিট নিশ্চিত করেছে। 

বুধবার (২ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয় গোলে ইউক্রেনকে ৩-২ গোলে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। আর বৃহস্পতিবার (৩ অক্টোবর) একই ভেন্যুতে একই ব্যবধানে ফ্রান্সের বিপক্ষে জয় নিশ্চিত করে আর্জেন্টিনাও। 

দু’দলের ‘ধ্রুপদী’ এ ফাইনাল উত্তেজনা ছড়িয়েছে পুরো বিশ্বে। রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ম্যাচটি উপমহাদেশ থেকে দেখা যাবে না। দু’দলের ‘ধ্রুপদী’ ফাইনাল ম্যাচটি সারা বিশ্বের ফুটসালভক্তরা চাইলেই সরাসরি দেখতে পারবেন। ফিফা প্লাস বিনামূল্যে ফুটসাল বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে।

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল। অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন কমপ্লিট’ হবে সেলেসাওদের।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *