নিজস্ব সংবাদদাতা: নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আয়োজিত ২৫০০ তম প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ব্লুপিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ১০ নভেম্বর রোববার দুপুরে জমকালো উৎসব অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তাদের এই মিলন মেলার এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া। তিনি বলেন, স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তারা নারায়ণগঞ্জের উন্নয়ন ও কল্যাণে যথেষ্ট ভ‚মিকা রাখছে। সামাজিক সচেতনতায় ও মাদকসহ বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। অনেকে আবার সামাজিক অবক্ষয়ের কারণে বাধাগ্রস্থ হচ্ছে। তারপরও সংগ্রামী ভ‚মিকায় স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তারা নিজেদের আত্মউন্নয়ন সহ স্বনির্ভরতায় আলোকিত নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার এমডি জামান। উৎসবে জেলা প্রতিনিধি রিমা আলম রোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা কোর ভলান্টিয়ার হাসিনা রহমান লোপা, জেলা প্রতিনিধি শাহিন কাদির, জোবায়ের মাহমুদসহ নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা থেকে উপজেলা এম্বাসেডরগণ, কমিউিনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্যগণ। জাকজমকপূর্ণ আয়োজনের শুরুতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনন্দ বিনোদনে এবং উচ্ছ¡াসে অনুষ্ঠানে লাইভে বক্তব্য রাখেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ।