নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর মামলায় বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল এবং ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশাসহ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমানের আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে মামলার চার্জশিট পর্যন্ত প্রত্যেক আসামির জামিন মঞ্জুর করেছেন।
এর আগে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে বেলবন্ড পানিশ করেছিলেন তারা।
এদিকে সকাল থেকেই আদালত চত্বরে আতাউর রহমান মুকুল ও আবুল কাউসার আশাসহ নেতাকর্মীদের জামিন শুনানিকে কেন্দ্র করে এড. টিপু ও মুকুল-আশার কর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকে।
দুই পক্ষের নেতাকর্মীদের মহড়ায় আদালত পাড়ায় চরম উত্তেজনা পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে দুপক্ষের নেতাকর্মীদেরকে আদালত চত্বর থেকে সরিয়ে দেয়।
গত ৬ সেপ্টেম্বর বিকেলে বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় একটি সমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হন এড. টিপু সহ অন্যান্য নেতাকর্মীরা। হামলায় টিপু সহ প্রায় ১০ জন আহত হয়।
পরবর্তীতে গত ৭ সেপ্টেম্বর মামলায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বিএনপির কর্মী সৌরভ, রাজিব, মোস্তাক আহমেদ, পাভেল সরকার, জাকির হোসেন, রাসেল আহম্মেদ, ওয়াসিম ওরফে বোমারু ওয়াসিম, আবদুল জলিল, রুবেল, শাহ আলমসহ বিএনপি ও আওয়ামী লীগের ৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় দেড়শ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন আবু আল ইউসুফ খান টিপু। বন্দর থানার মামলা নং ১৪(৯)২৪।
শিরোনামঃ
টিপুর মামলায় জামিন পেলেন মুকুল ও আশা
- টাইমস নারায়ণগঞ্জ ডেস্ক
- প্রকাশঃ 01:59:01 pm, Wednesday, 6 November 2024
- 5
ট্যাগ:
জনপ্রিয় পোস্ট