২৭৪৫ পিস ইয়াবা সহ গ্রেফতার-১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে বিশেষ কৌশলে ব্যাগের ভিতরে ইয়াবা রেখে পাচারকালে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি বাসে তল্লাশী চালিয়ে তার ২ হাজার ৭৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি বাসে তল্লাশী করে গ্রেফতার ব্যক্তির স্বীকারোক্তি ও দেখানো মতে ১৪ টি সাদা রংয়ের এয়ারটাইপ পলিপ্যাকের ভেতর হতে ২ হাজার ৭৪৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মিছবাহ উদ্দিন রিয়াদ (২০) কক্সবাজারের উঁখিয়া থানার থাইংখালী গ্রামের মো. ফয়েজ আহাম্মদের ছেলে। 

র‍্যাব আরও জানায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় মাদক মামলা এবং উখিয়া থানায় হত্যাচেষ্টার মামলা আছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। 

ট্যাগ:

মুন্সীগঞ্জে জার্মান বিএনপির নেতা দেলোয়ার মোল্লাকে সংবর্ধনা

২৭৪৫ পিস ইয়াবা সহ গ্রেফতার-১

প্রকাশঃ 01:01:48 pm, Monday, 4 November 2024

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে বিশেষ কৌশলে ব্যাগের ভিতরে ইয়াবা রেখে পাচারকালে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি বাসে তল্লাশী চালিয়ে তার ২ হাজার ৭৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি বাসে তল্লাশী করে গ্রেফতার ব্যক্তির স্বীকারোক্তি ও দেখানো মতে ১৪ টি সাদা রংয়ের এয়ারটাইপ পলিপ্যাকের ভেতর হতে ২ হাজার ৭৪৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মিছবাহ উদ্দিন রিয়াদ (২০) কক্সবাজারের উঁখিয়া থানার থাইংখালী গ্রামের মো. ফয়েজ আহাম্মদের ছেলে। 

র‍্যাব আরও জানায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় মাদক মামলা এবং উখিয়া থানায় হত্যাচেষ্টার মামলা আছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।