বৃহঃ. নভে ১৪, ২০২৪

সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা : সাখাওয়াত

নৌপরিবহন মন্ত্রনালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন মন্ত্রনালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যারা বন্দরগুলো পরিচালনা করছে, এখানে বেশ অনিয়ম আছে। আমরা এগুলো দূর করার চেষ্টা করছি। পত্রিকায় দেখেছি, এখানে অনেকেই দখল করে আছে। এগুলো দখলমুক্ত করতে আমরা চেষ্টা করবো। আমাদের চেষ্টা থাকবে সকলেই যেন এখানে আসতে পারে। এটা সবার জন্য থাকবে।

সোমবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডক ইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসি-তে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, নদী দখলমুক্ত হবে। এখানে সুন্দর ওয়াকওয়ে হয়েছে। আমরা এখনও দেখি ভবিষ্যতে হয়ত একদিন মর্নিং ওয়াকে আসবো। প্রশ্ন হল এখানে কী চুরি-চামারি হয়েছে? হয়ে থাকলে হয়েছে। কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেটা নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, আমাদের কাছে সী ট্রাক ছিল না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোন কিছু চলতে দেয়নি। মানুষের দুর্ভোগ হয়েছে। বেশি টাকা দিয়ে পারাপার করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হল সন্দীপ। আমাদের লক্ষ্য সন্দীপের সাথে যোগাযোগ তৈটি করা। ডিসেম্বরে শেষে বা জানুয়ারির শুরু দিকে এই ফেরিগুলো নামবে।

তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জ শিপইয়ার্ড নেভি কর্তৃক পরিচালিত। এখানকার কাজ অত্যন্ত উন্নত মানের। এখানে বুয়েট থেকে স্টুডেন্টরা আসে। আশা করি আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পাবো। এগুলো প্রায় প্রস্তুত। এগুলো আমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পেয়ে যাব।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *