বৃহঃ. নভে ১৪, ২০২৪

২৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার

সংগৃহীত

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার রোধে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার ও পলিথিন রাখায় ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ নভেম্বর) জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ আল মামুনের নেতৃত্বে দিগুবাবুর বাজারে এই অভিযান চালানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ।

এসময় অভিযানে মেসার্স এলভি ট্রেডার্সকে ২৪০ কেজি পলিথিন রাখায় ২০ হাজার, মেসার্স ফাতেমা স্টোরকে ২১ কেজি পলিথিন রাখায় ৫ হাজার ও মেসার্স সেহান স্টোরকে ২৯ কেজি পলিথিন রাখায় ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ ও ব্যাবহার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *