বৃহঃ. নভে ১৪, ২০২৪

দিগুবাবুর বাজারে অভিযান ২২ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বৃহৎ পাইকারি বাজার দিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স। রোববার (২৭ অক্টোবর) সকালের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে অধিক মূল্যে পেয়াজ বিক্রি করে বাজারকে অস্থিতিশীল করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘ইয়াকুব আলী ষ্টোর’কে ২০ হাজার টাকা এবং অধিক মূল্যে আলু বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ‘মায়ের দোয়া বাণিজ্যালয়’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে জেলা প্রশাসনের সাথে পেয়াজের আড়তদারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীরা যৌক্তিক মূল্যে পেয়াজ বিক্রয়ের কথা ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিশেষ টাস্কফোর্স নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মো. আলগমগীর হুসাইন, বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ মো. সেলিমুজ্জামান। 

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *