ব্যক্তিগত আক্রমণ করবেন না, দুর্নীতি বরদাস্ত করবো না : মাসুদুজ্জামান 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার সকা‌লে নগরীর বাঁধন ক‌মিউনি‌টি সেন্টা‌রের ৩য় তলায় সভা‌টি অনু‌ষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতি‌বেদন উত্থাপন ও অ‌নু‌মোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছ‌রের প্রস্তা‌বিত বা‌জেট উত্থাপন ও অনু‌মোদন করা‌নো হয়। সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমা‌র্সের সভাপতি লি‌খিত প্রতিবেদন পাঠ করেন। প‌রে  ব্যবসায়ীদের সম্মতিতে এন‌সি‌সিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পা‌রিশ্রমিক নির্ধারন করা হয়।

সভাপ‌তির বক্ত‌ব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান বলেছেন, গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাঝতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দুর্নীতি বরদাস্ত করবো না। আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমত হচ্ছে কীনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে। তবুও সাধারণ ব্যাবসায়ীদের ওপর যেন চাপ না পড়ে সেজন্য আমরা চাঁদা কম রাখি।

তিনি বলেন, আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমত হচ্ছে কিনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে। তবুও সাধারণ ব্যবসায়ীদের ওপর যেন চাপ না পড়ে সেজন্য আমরা চাঁদা কম রাখি। আপনার সংগঠন আপনারাই রক্ষা করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ সভাপ‌তি সো‌হেল আক্তার সোহান, প‌রিচালক জাকা‌রিয়া ওয়া‌হিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সে‌লিম হো‌সেন, সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

ব্যক্তিগত আক্রমণ করবেন না, দুর্নীতি বরদাস্ত করবো না : মাসুদুজ্জামান 

প্রকাশঃ 12:10:39 pm, Saturday, 26 October 2024

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার সকা‌লে নগরীর বাঁধন ক‌মিউনি‌টি সেন্টা‌রের ৩য় তলায় সভা‌টি অনু‌ষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতি‌বেদন উত্থাপন ও অ‌নু‌মোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছ‌রের প্রস্তা‌বিত বা‌জেট উত্থাপন ও অনু‌মোদন করা‌নো হয়। সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমা‌র্সের সভাপতি লি‌খিত প্রতিবেদন পাঠ করেন। প‌রে  ব্যবসায়ীদের সম্মতিতে এন‌সি‌সিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পা‌রিশ্রমিক নির্ধারন করা হয়।

সভাপ‌তির বক্ত‌ব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান বলেছেন, গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাঝতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দুর্নীতি বরদাস্ত করবো না। আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমত হচ্ছে কীনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে। তবুও সাধারণ ব্যাবসায়ীদের ওপর যেন চাপ না পড়ে সেজন্য আমরা চাঁদা কম রাখি।

তিনি বলেন, আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমত হচ্ছে কিনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে। তবুও সাধারণ ব্যবসায়ীদের ওপর যেন চাপ না পড়ে সেজন্য আমরা চাঁদা কম রাখি। আপনার সংগঠন আপনারাই রক্ষা করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ সভাপ‌তি সো‌হেল আক্তার সোহান, প‌রিচালক জাকা‌রিয়া ওয়া‌হিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সে‌লিম হো‌সেন, সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।