অনতিবিলম্বে আমেরিকার দূতাবাস ঘোরাও হবে ফিলিস্তিনের পক্ষে সমর্থনকে তুলে ধরবো- মাওলানা আব্দুল আউয়াল

ফিলিস্তিনে ও লেবাননে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের শীর্ষ আলেমদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম্মা শহরের ডিইটি চত্বরে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল বলেন, ফিলিস্তিনের শক্ত প্রতিবাদ করার শক্তি নেই। সামান্য শক্তি যেটুকু আছে তাদের ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করা উচিত ছিল। যেভাবে ইজরায়েলকে সহযোগীতা করেছে আমেরিকা, যুক্তরাজ্য। তারা যেভাবে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। আমাদের সকলকে ঈমানি জজবা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, আমি বলতে চাই ইসরায়েলী পন্য বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অনতিবিলম্বে আমেরিকার দূতাবাস ঘোরাও করবো। আমেরিকার দূতাবাস ঘেরাও হবে। আমরা দূতাবাস ঘেরাও করে ফিলিস্তিনের পক্ষে আমাদের সমর্থনকে তাদের সামনে তুলে ধরবো। আজ এক বছর হয়ে গেল ফিলিস্তিনের মানুষের রক্তে ফিলিস্তিন ভেসে গিয়েছে। পাশাপাশি লেবাননে হামলা চলছে। আজ সারা বিশ্বের মুসলিম দেশগুলো নিশ্চুপ হয়ে বসে আছে।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও তারা নিজেদের ফ্যাসিবাদ কায়েম রাখতে শুধু নিন্দা জানাচ্ছে। আমি সেসকল মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো আপনারাও আসুন, মাঠে নামুন। যদি আপনারা ক্ষমতায় থাকার জন্য মুসলমান হত্যায় চুপ থাকেন তাহলে ক্ষমতায়ও থাকতে পারবেন না। গত এক বছর যাবৎ গাজায় লক্ষাধিক লোককে হত্যা করা হয়েছে। এখন লেবাননেও হামলা করছে, হত্যা করছে। আমেরিকা অবৈধ অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে আর আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে সাহায্য করতে পারছেন না। এটা মেনে নেয়া যায় না।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতীব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, দেওভোগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী আব্দুর রহমান, বেফাক নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুফতী মুফিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।

এ সময় তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদ হাসানের যৌথ পরিচালনায় এতে আরো বক্তব্য প্রদান করেন, বন্দর উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, ফতুল্লা থানা উলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী ফয়জুল্লাহ, বাগে জান্নাত মাদ্রাসার মুফতি আব্দুর রহীম, হাজি সাইজুদ্দীন মাদ্রাসার মুফতি আবুল হোসাইন, সিদ্ধিরগঞ্জের মুফতী নুর হোসাইন নূরানী, কাশীপুর ইমাম-উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মুফতী আব্দুল হান্নান, মুফতি সালমান রফিকী, প্রমুখ।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

অনতিবিলম্বে আমেরিকার দূতাবাস ঘোরাও হবে ফিলিস্তিনের পক্ষে সমর্থনকে তুলে ধরবো- মাওলানা আব্দুল আউয়াল

প্রকাশঃ 02:56:18 pm, Friday, 25 October 2024

ফিলিস্তিনে ও লেবাননে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের শীর্ষ আলেমদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম্মা শহরের ডিইটি চত্বরে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল বলেন, ফিলিস্তিনের শক্ত প্রতিবাদ করার শক্তি নেই। সামান্য শক্তি যেটুকু আছে তাদের ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করা উচিত ছিল। যেভাবে ইজরায়েলকে সহযোগীতা করেছে আমেরিকা, যুক্তরাজ্য। তারা যেভাবে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। আমাদের সকলকে ঈমানি জজবা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, আমি বলতে চাই ইসরায়েলী পন্য বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অনতিবিলম্বে আমেরিকার দূতাবাস ঘোরাও করবো। আমেরিকার দূতাবাস ঘেরাও হবে। আমরা দূতাবাস ঘেরাও করে ফিলিস্তিনের পক্ষে আমাদের সমর্থনকে তাদের সামনে তুলে ধরবো। আজ এক বছর হয়ে গেল ফিলিস্তিনের মানুষের রক্তে ফিলিস্তিন ভেসে গিয়েছে। পাশাপাশি লেবাননে হামলা চলছে। আজ সারা বিশ্বের মুসলিম দেশগুলো নিশ্চুপ হয়ে বসে আছে।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও তারা নিজেদের ফ্যাসিবাদ কায়েম রাখতে শুধু নিন্দা জানাচ্ছে। আমি সেসকল মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো আপনারাও আসুন, মাঠে নামুন। যদি আপনারা ক্ষমতায় থাকার জন্য মুসলমান হত্যায় চুপ থাকেন তাহলে ক্ষমতায়ও থাকতে পারবেন না। গত এক বছর যাবৎ গাজায় লক্ষাধিক লোককে হত্যা করা হয়েছে। এখন লেবাননেও হামলা করছে, হত্যা করছে। আমেরিকা অবৈধ অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে আর আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে সাহায্য করতে পারছেন না। এটা মেনে নেয়া যায় না।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতীব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, দেওভোগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী আব্দুর রহমান, বেফাক নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুফতী মুফিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।

এ সময় তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদ হাসানের যৌথ পরিচালনায় এতে আরো বক্তব্য প্রদান করেন, বন্দর উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, ফতুল্লা থানা উলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী ফয়জুল্লাহ, বাগে জান্নাত মাদ্রাসার মুফতি আব্দুর রহীম, হাজি সাইজুদ্দীন মাদ্রাসার মুফতি আবুল হোসাইন, সিদ্ধিরগঞ্জের মুফতী নুর হোসাইন নূরানী, কাশীপুর ইমাম-উলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মুফতী আব্দুল হান্নান, মুফতি সালমান রফিকী, প্রমুখ।