জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল- মাওলানা মঈনুদ্দিন

২৮ অক্টোবরের ২০০৬ সালে লগি বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, ২৮ অক্টোবর সাধারণ কোন ঘটনা নয়। বাংলাদেশকে ব্যর্থ করতে এই ষড়যন্ত্র হয়েছে।


২৮ অক্টোবরের তান্ডব পুরো জাতি দেখেছে। আদালতে মামলাও হয়েছিল। কিন্তু তারা বিশেষ ক্ষমতাবলে এ মামলাগুলোকে প্রত্যাহার করে নিয়েছিল। আজ নতুন করে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি বলতে চাই অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, নয়ত জনগণ আইন হাতে তুলে নেবে। ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের কর্মীরা জামায়াতে নেতাকর্মীদের উপর নিপীড়ন চালায়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার মত ঘটনা তারা ঘটিয়েছিল। বিগত ১৫ বছর ধরে আ:লীগ সরকার এমন কোন অপকর্ম নেই যে তাদের দ্বারা সম্পন্ন হয়নি। তারা অপরাধী। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮ অক্টোবরের বিচারও হবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক সকল দলের প্রতি আহ্বান। দলের চেয়ে বড় আমাদের আদর্শ আমরা বাংলাদেশী। জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে এই দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। এত বছর কথা বলতে পারিনি। কোন পত্রিকা সংবাদ প্রকাশ করতে পারেনি। যারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের কন্ঠকে কেউ বন্ধ করে রাখতে পারবে না।

নারায়ণগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার আমীর ফরিদ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ওনারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন প্রমূখ।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল- মাওলানা মঈনুদ্দিন

প্রকাশঃ 02:35:24 pm, Friday, 25 October 2024

২৮ অক্টোবরের ২০০৬ সালে লগি বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, ২৮ অক্টোবর সাধারণ কোন ঘটনা নয়। বাংলাদেশকে ব্যর্থ করতে এই ষড়যন্ত্র হয়েছে।


২৮ অক্টোবরের তান্ডব পুরো জাতি দেখেছে। আদালতে মামলাও হয়েছিল। কিন্তু তারা বিশেষ ক্ষমতাবলে এ মামলাগুলোকে প্রত্যাহার করে নিয়েছিল। আজ নতুন করে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি বলতে চাই অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, নয়ত জনগণ আইন হাতে তুলে নেবে। ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের কর্মীরা জামায়াতে নেতাকর্মীদের উপর নিপীড়ন চালায়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার মত ঘটনা তারা ঘটিয়েছিল। বিগত ১৫ বছর ধরে আ:লীগ সরকার এমন কোন অপকর্ম নেই যে তাদের দ্বারা সম্পন্ন হয়নি। তারা অপরাধী। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮ অক্টোবরের বিচারও হবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক সকল দলের প্রতি আহ্বান। দলের চেয়ে বড় আমাদের আদর্শ আমরা বাংলাদেশী। জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে এই দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। এত বছর কথা বলতে পারিনি। কোন পত্রিকা সংবাদ প্রকাশ করতে পারেনি। যারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের কন্ঠকে কেউ বন্ধ করে রাখতে পারবে না।

নারায়ণগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার আমীর ফরিদ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ওনারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন প্রমূখ।