ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে।

জানা গেছে, আটক রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনের নাম উল্লেখ করে মোট ৪৮২ জনের নামে মামলা হয়েছে।

ট্যাগ:

সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ এবং বিচারের দাবীতে ওলামা মাশায়েখদের সংবাদ সম্মেলন

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রকাশঃ 11:54:06 am, Thursday, 17 October 2024

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে।

জানা গেছে, আটক রুস্তম খন্দকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনের নাম উল্লেখ করে মোট ৪৮২ জনের নামে মামলা হয়েছে।