বৃহঃ. নভে ১৪, ২০২৪

চোখের জলে দেবীদূর্গার প্রতিমা বিসর্জন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙ্গালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে বিদায় ও বিষাদের ধ্বনি বাজে।

রোববার (১৩ অক্টোবর) দুপুর নারায়ণগঞ্জের ২শত১৪টি মন্ডপের প্রতিমা বিসর্জন বিকাল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।

এর আগে, শহরের রাম কৃষ্ণ মিশন আশ্রমে দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মালম্বীরা। রাম কৃষ্ণমিশন আশ্রমে মুখপাত্র ও সাধুনাথ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপথ আচার্য বলেন, দেবীদুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির প্রার্থনা করা হয়েছে৷ প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানায়, বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। তাছাড়া, কয়েকটি স্থানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া পুলিশের বেশকয়েকটি বিশেষায়িত ইউনিটও নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলেও জানানো হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *