অলিখিত ফাইনালে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তীরে গিয়েও তরী না ভেরাতে পারায় চলমান টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়। তবে, সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে ঠিকই হেসেখেলে জিতেছে বাংলাদেশ। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে টাইগার শিবিরের সবাই বেশ ফুরফুরে মেজাজেই আছেন।

শনিবার (৯ মার্চ) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। যমুনা টিভি।

শেষ ম্যাচে জিতে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগার কোচ হাথুরুসিংহে শান্তদের কাছ থেকে চান শতভাগ। অন্যদিকে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ফেরায় শ্রীলঙ্কাও মুখিয়ে অলিখিত ফাইনাল জিততে।

এদিকে, ব্যাটিং পাওয়ার প্লেতে উন্নতি করায় টি-টোয়েন্টি মেজাজের সাথে মানিয়ে নিতে শিখেছে বাংলাদেশ এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

প্রথম ম্যাচে লঙ্কানদের দেয়া ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে টাইগাররা ২০৩ রানে থামলেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে সিরিজে সমতা এনেছে নাজমুল শান্তর দল। তবে শ্রীলঙ্কার সাথে তৃতীয় টি-টোয়েন্ট আর সিরিজ জিততে হলে পরে বোলিং করার মানসিকতার পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে বলে জানিয়েছেন আকরাম।

অন্যদিকে, প্রথম ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরির পরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়েই নামতে পারেননি মাহমুদউল্লাহ। টাইগারদের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের দাবি- রিয়াদ এখন আরও পরিণত, খেলছেন স্বাধীনভাবে।

তিনি বলেন, সে (রিয়াদ) দলের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। বিপিএলে খেলে দেখিয়েছে সে এখন কতটা ম্যাচিউরড। সে স্বাধীনতা নিয়ে খেলছে। বিশ্বকাপে যখন তাকে দেখলাম, সে খেলা নিয়ে অনেক সতর্ক। সে এখন দারুণ খেলছে।

শ্রীলঙ্কা শিবিরের জন্য বড় সুখবর হচ্ছে, ফিরছেন দলটির নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না তিনি। তার জায়গায় দায়িত্ব সামলেছিলেন চারিথ আসালাঙ্কা। ফলে অধিনায়কের ফিরে আসা সফরকারীদের শক্তি বাড়াবে বলে মনে করেন হাথুরুসিংহে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *