ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে ফেলা ত্রাণবাহী বাক্সের চাপায় অন্তত পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়। খবর আল জাজিরার।
আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন দেশের বিমান ছিল এটি নিশ্চিত ভাবে জানা যায়নি। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।
জানা গেছে, বিমান থেকে ফেলা ত্রাণের একটি বাক্সের সাথে লাগানো প্যারাসুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি পশ্চিম গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে।
সেখানে থাকা ত্রাণের জন্য অপেক্ষমানদের ওপর ত্রাণের বাক্স আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে, গেল শনিবার প্রথমবারের মতো গাজায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলে যুক্তরাষ্ট্র। জর্ডানের সাথে সমন্বয় করে গাজার উপকূলজুড়ে প্রায় ৩৮ হাজার মানুষকে জরুরী সহায়তা দেয়া হয়।