মঙ্গল. সেপ্টে ২৪, ২০২৪

আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: রয়টার্সকে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান। দেশ সংস্কারের পর আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর রাষ্ট্র সংস্কারে ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা হবে বলেও জানান তিনি। দেশে শান্তি ফিরিয়ে আনতে যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাপ্রধান বলেন, ‘একসঙ্গে কাজ করলে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হবে খুব শিগগিরই। ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।’

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *