রবি. সেপ্টে ২২, ২০২৪

জাপানে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত ১

জাপানের ইশিকাওয়ায় বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে একজন নিহত হয়েছেন। সেই সাথে, সাতজন এখন-ও নিখোঁজ রয়েছেন। এছাড়া, বন্যায় নদীর তীর ভেঙে যাওয়ায় চারটি শহরের ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ অবস্থায় গতকাল জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ইশিকাওয়া অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে, ওয়াজিমায শহরে ১২০ মিলিমিটার এরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রেকর্ড শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে এটি সবচেয়ে ভারী বৃষ্টিপাত।

ইতোমধ্যে, শহরটি থেকে ১৮ হাজার, সুজু শহর থেকে ১২ হাজার এবং নিগাতা ও ইয়ামাগাতা শহর থেকে ১৬ হাজার; সব মিলিয়ে, ৪৬ হাজার মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই লোকজনদের সবাই অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাস করেন। বন্যা শুরু হলে সবার আগে এসব অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা বেশি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *