মধ্যপ্রাচ্যের দেশ আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে ১৪৪৬ হিজরি সনের রবিউল আউয়াল মাস আজ (বুধবার) থেকে গণনা শুরু হয়েছে (আজ ১ রবিউল আউয়াল)। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর রোববার।
দিনটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।
প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন।