শনি. সেপ্টে ২১, ২০২৪

২২ আরোহী নিয়ে রাশিয়ার হেলিকপ্টার নিখোঁজ 

প্রতীকী ছবি। সংগৃহীত


রাশিয়ার একটি হেলিকপ্টার ২২ আরোহী নিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়েছে। দেশটির স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

কামচাটকা ক্রাইয়ের গভর্নর ভ্লাদিমির সলোদভ এক ভিডিও বার্তায় বলেছেন, ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ এমআই-৮টি হেলিকপ্টারটি শনিবার (৩১ আগস্ট) নিখোঁজ হয়। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, কামচাটকা অঞ্চলে যেখানে হেলিকপ্টারটি উড়ছিল সেখানে দৃশ্যমান কম, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কুয়াশা ছিল। সলোদভ বলেছেন, হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর তল্লাশির জন্যে সেখানে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। 

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *