আসছে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর হবে বাংলাদেশ-ভুটানের এ দুই ম্যাচ।
আগামী সোমবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। মূলত ঘোষিত ১৪ জনকে নিয়ে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। পরে যোগ দেবেন অন্য ফুটবলাররাও।
বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই শুরু হবে এ প্রস্তুতি ক্যাম্প। চূড়ান্ত দল আগামী ২৯ আগস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
তিনি বলেন, ‘আপাতত ১৪ ফুটবলারকে নিয়ে আমরা প্রস্তুতি শুরু করব। ভুটানের উদ্দেশ্যে ৩০ আগস্ট আমরা রওনা দেব। এর আগে ২৯ আগস্ট পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হবে।’
বাংলাদেশ দল
গোলকিপার : মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, মো. পাপু হোসেন
রক্ষণভাগ : মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, মো. শাকিল হোসেন
মধ্যমাঠ : মো. হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজিম কিরমান্নে, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ
আক্রমণভাগ : শাহরিয়ার ইমন, আকরাম ফয়সাল আকাশ