নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অগ্নিসংযোগের ঘটনায় নাসিক ভবন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (২৭ জুলাই) কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ নাসিক ভবন পরিদর্শন করেন তিনি।
এসময় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তাকে অগ্নিসংযোগকারীদের ধরার বিষয়টি অবহিত করে বলেন, আমার পিওনরাই সুপার হিরো, তারা ৫ জন অগ্নিসংযোগকারীদের ধরেছে।
এসময় উপস্থিত ছিলেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা