কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় নিহত ৬ শিক্ষার্থীর জন্য নারায়ণগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) জোহর নামাজের পর চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক দল ও সংগঠনগুলোর সদস্যরা ও শিক্ষার্থীরা অংশ নেন।

কেন্দ্রীয় কর্মসূচী থাকায় এতে অংশ নেয় জেলা ও মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকরাও।
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, কোন রাজনীতি নয় আমরা আমাদের সন্তানদের নিহতের ঘটনায় তাদের রূহের মাগফেরাত কামনায় জানাজায় অংশ নিয়েছি।