শনি. সেপ্টে ২১, ২০২৪

বিদায় ডাকছে ‘দ্য ফাইনাল’ ম্যান ডি মারিয়াকে

২৮ বছরের আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ কেটেছিল আর্জেন্টিনার। গোলদাতা আনহেল ডি মারিয়া। ৩৬ বছরে বিশ্বকাপ ট্রফি ছুঁতে না পারার যন্ত্রণা কমে গিয়েছিল সেদিন। সেদিনও গোল পান মারিয়া। উয়েফা ও কনমেবল চ্যাম্পিয়নদের যুদ্ধ। সেদিনও স্কোর করেন ডি মারিয়া। কোপা আমেরিকা ফাইনাল, ফিনালিসিমা, ফিফা বিশ্বকাপ ফাইনাল- দ্য ফাইনাল ম্যান ডি মারিয়া।

বিশ্বকাপ জিতেই আকাশি-নীল জার্সির প্রতিনিধি হয়ে সবুজ গালিচা ছেড়ে যেতে চেয়েছিলেন মারিয়া। কিন্তু মাঠ কাঁপানো ডি মারিয়াকে ছাড়তে চায়নি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)। সবার চাওয়ায় ৩৬ বছর বয়সী তারকা থেকে গেলেন আরও কিছুদিন। চলতি কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার জার্সিতে মাতাচ্ছেন ডি মারিয়া। তবে, টুর্নামেন্ট শেষে সত্য সত্যিই বুট জোড়া খুলে রাখবেন তিনি। তাইতো কোপা যত শেষের দিকে আগাচ্ছে ততই বিদায়ের আরও কাছে চলে যাচ্ছেন এই আর্জেন্টাইন উইঙ্গার।

চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে বাংলাদেশ সময় বুধবার (৯ জুলাই) ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটিতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কানাডা। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতলে ফাইনাল হবে ডি মারিয়ার শেষ ম্যাচ। তবে হারলেও ডি মারিয়ার সামনে থাকছে আরেকটি ম্যাচ। যদি কানাডার কাছে আর্জেন্টিনা হেরে যায় তাহলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে দেখা যাবে তাকেও।

সব মিলিয়ে ডি মারিয়ার সামনে বাকি স্রেফ দুই ম্যাচ। এরপরই জাতীয় দলের তিন তারকা জার্সি খুলে রাখার পালা। শেষের সময়টা হয়তো উপভোগ করছেন ডি মারিয়া নিজেও। তাইতো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের কয়েকটি ছবি আপলোড করে লিখেছেন, আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন আরও কাছে আসছে এবং আমাদের প্রতিটি মিনিট উপভোগ করতে হবে।

হয়ত শেষের শুরু দেখে ফেলেছেন ডি মারিয়াও।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *