স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্যকে ফুল দি‌য়ে বরণ


রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ:
এসো স্বপ্নগ‌ড়ি স্বপ্ন পূরণ করি এই স্লোগানকে সামনে রেখে গ‌রিব অসহায় ও পথ শিশুদের মুখে হাসি ফুটাতে মুন্সিগঞ্জে আবির্ভাব হয়েছে সামাজিক সংগঠন স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন।
ইতিমধ্যে সারা জেলায় সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ব্যাপক সারা ফেলেছেন।
সংগঠনটি পথ শিশুদের মুখে হাসি ফুটাতে তাদের খাবার ও লেখা পড়ার করার উদ্যোগ নি‌য়ে‌ছে এই সংগঠন‌টি।
এছাড়া অসংখ্য মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ ভূমিকা রাখছেন। এরই ধারাবা‌হিকতায় গতকাল মুন্সিগঞ্জ ডিসি পার্কে মা‌সিক মি‌টিং‌য়ের আয়োজনের মাধ্যমে দি‌য়ে ‌মোঃ অপূর্ব দেওয়ান ও অ‌থৈই আক্তার না‌মে দুইজন নতুন সদস্য কে ফু‌লের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে বরণ ক‌রে‌ নেয় স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশ।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ রুবেল মাদবর, সহ সভপ‌তি মোঃ মিন্টু শেখ, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, সাংগঠনিক সম্পাদক সাকিব আহামেদ, মোঃ ইব্রা‌হিম প্রমূখ।

ট্যাগ:

বন্দরে মেধাবৃত্তি পুরস্কার বিতরণীতে বক্তারা বন্দরের শিক্ষাঙ্গনে সোহরাব মিয়া অমর হয়ে থাকবেন

স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্যকে ফুল দি‌য়ে বরণ

প্রকাশঃ 03:20:05 pm, Monday, 1 July 2024


রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ:
এসো স্বপ্নগ‌ড়ি স্বপ্ন পূরণ করি এই স্লোগানকে সামনে রেখে গ‌রিব অসহায় ও পথ শিশুদের মুখে হাসি ফুটাতে মুন্সিগঞ্জে আবির্ভাব হয়েছে সামাজিক সংগঠন স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন।
ইতিমধ্যে সারা জেলায় সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ব্যাপক সারা ফেলেছেন।
সংগঠনটি পথ শিশুদের মুখে হাসি ফুটাতে তাদের খাবার ও লেখা পড়ার করার উদ্যোগ নি‌য়ে‌ছে এই সংগঠন‌টি।
এছাড়া অসংখ্য মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ ভূমিকা রাখছেন। এরই ধারাবা‌হিকতায় গতকাল মুন্সিগঞ্জ ডিসি পার্কে মা‌সিক মি‌টিং‌য়ের আয়োজনের মাধ্যমে দি‌য়ে ‌মোঃ অপূর্ব দেওয়ান ও অ‌থৈই আক্তার না‌মে দুইজন নতুন সদস্য কে ফু‌লের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে বরণ ক‌রে‌ নেয় স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশ।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ রুবেল মাদবর, সহ সভপ‌তি মোঃ মিন্টু শেখ, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, সাংগঠনিক সম্পাদক সাকিব আহামেদ, মোঃ ইব্রা‌হিম প্রমূখ।