র‍্যাবের জালে ৬ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জে চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। এর আগে ২৪ জুন সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হৃদয় (২২), সাজ্জাদ (১৯), আল আমিন (২২), ইমরান (২২), কামাল হোসেন (৫০) ও ৬। মোঃ সাদ্দাম (২০)। তাদের কাঁছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দুষ্কৃতিকারী ও চাঁদাবাজ এবং ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, ট্রাক, মিশুক) হতে চাঁদা আদায় করছিল। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ এর আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরণের পরিবহণ থেকে চাঁদাবাজি করে আসছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

ট্যাগ:

মুন্সীগঞ্জে কম্বল ও সেলাই মেশিনে পেলো হতদরিদ্র ৫ শতাধিক পরিবার

র‍্যাবের জালে ৬ চাঁদাবাজ আটক

প্রকাশঃ 04:03:56 pm, Tuesday, 25 June 2024

নারায়ণগঞ্জে চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। এর আগে ২৪ জুন সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হৃদয় (২২), সাজ্জাদ (১৯), আল আমিন (২২), ইমরান (২২), কামাল হোসেন (৫০) ও ৬। মোঃ সাদ্দাম (২০)। তাদের কাঁছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দুষ্কৃতিকারী ও চাঁদাবাজ এবং ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, ট্রাক, মিশুক) হতে চাঁদা আদায় করছিল। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ এর আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরণের পরিবহণ থেকে চাঁদাবাজি করে আসছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।