নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকায় অবস্থানকারী সকল বহিরাগতদের এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (২৩ জুন) জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এসময় নির্বাচনের দিন কাঞ্চন পৌরসভা এলাকায় সাধারণ ভোটার ও নির্বাচনী এলাকার জনগণ ব্যাতীত কোন বহিরাগত প্রবেশ ও অবস্থান করতে পারবে না বলে জানায় নির্বাচন কমিশন।
এছাড়াও নির্বাচন উপলক্ষে ২৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত কাঞ্চন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।